Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

আমাদের অর্জনসমূহ : গতি, সেবা ও ত্যাগের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে যে কোন দুর্যোগ-দুর্ঘটনায় প্রথম সাড়া প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মহাদেবপুর উপজেলার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ফায়ার স্টেশনের সকল প্রকার কার্যক্রম চলমান রয়েছে। ইতি মধ্যে মহাদেপুর ফায়ার স্টেশনটি ৩য় শ্রেণি হতে ২য় শ্রেণিতে উন্নীত করার উদ্দ্যোগ গ্রহন করা হয়েছে। সরকারের আধুনিকায়নে অত্র ফায়ার স্টেশনসমূহে অগ্নি নির্বাপণী ও উদ্ধার সরঞ্জমাদি, গাড়ী পাম্প প্রাপ্ত হয়ে এ বিভাগের কাজের গতি ক্রমান্বয়ে আরো বৃদ্ধি পেয়েছে। প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণের ফলে স্বেচ্ছাসেবক সহ অন্যান্য সেবা সংস্থার সমন্বয়ে সেবা কার্যক্রম আরো জোরদার করা হয়েছে। জুন ২০১৮ হতে ডিসেম্বর ২০২২ সাল পর্যন্ত মোট অগ্নিকান্ডের সংক্ষা-২৩৬ টি, অগ্নিনির্বাপণের ফলে মোট ৪,৫৮,০০০/- টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ২১ ‍টি সড়ক দূর্ঘটনা সহ বিভিন্ন দূর্ঘটনায় ০৬ জন নিহত এবং ১৫ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ বিভাগের নীতিমালা অনুযায়ী প্রাকৃতিক দূর্যোগের মধ্যে অগ্নি নির্বাপণ, ভূমিকম্প,বন্যা, ইত্যাদি মোকাবেলার লক্ষ্যে গণসচেতনতা জোরদারকরণের জন্য বিভিন্ন সংস্থা/শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চলমান। বিভিন্ন প্রতিষ্ঠানে ফায়ার লাইসেন্স প্রদান জোরদারকরণে অগ্নি নিরাপত্তা ও রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে। হাট বাজার, বাস স্ট্যান্ড, মার্কেট, বস্তি এলাকায় ও স্কুল কলেজে নিয়মিত মহড়া,গনসংযোগ কার্যক্রম অব্যাহত আছে।